যশোর: যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আরএম মঞ্জুরুল আলম টুটুলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি জমির আহমেদ টুন, ফকির শওকত, মিজানুর রহমান তোতা, একরাম উদ দৌলা, ফখরে আলম, আমিনুর রহমান মামুন প্রমুখ। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম মঞ্জুরুল আলম টুটুল।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫