ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আটক ৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আটক ৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বেনাপোল (যশোর): অবৈধভাবে সীমান্ত পার হয়ে দেশে ফেরার চেষ্টাকালে আটক সাত বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
 
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

 
 
ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, অনন্ত (২৩), আসলাম (৩৮), লিলি (৪৫), প্রতিমা (৪০), মিঠু চৌধুরী (১০),অনিক বৈদ্য (২১) ও মিরা কর্মকার (৫৫)। তাদের বাড়ি বরিশাল ও মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামে।  
 
বিজিবি জানায়, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন। শনিবার সকালে দেশে ফেরার জন্য ভারতের পেট্রাপোল সীমান্তে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন তারা।  
 
এ সময় সন্দেহ হলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে, তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।  
 
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।