ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্কুলের জমি উদ্ধার করলো শিক্ষার্থীরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রূপগঞ্জে স্কুলের জমি উদ্ধার করলো শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাবশালীর দখলে থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক বিঘা জমি উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

শনিবার(৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার রূপসী এলাকার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দেওয়াল ও ঘর ভেঙে জমিটি উদ্ধার করে।



রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর রহমান বাংলানিউজকে জানান, রূপসী এলাকার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক বিঘা জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, জমির মালিক হিসেবে দাবিদার তপন সাহার অভিযোগের ভিত্তিতে আপাতত দখল হওয়া জমিতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাজ করতে নিষেধ করা হয়েছে। রোববার সকালে উভয়পক্ষের কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।