ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মানব পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
না.গঞ্জে মানব পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩

নারায়ণগঞ্জ: আড়াই হাজার উপজেলার শীর্ষ মানব পাচারকারী বাছেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



বাছেদ ওই এলাকার জহির পাগলার ছেলে।

২৯ জানুয়ারি বাছেদের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আড়াই হাজারের দক্ষিণ পাড়া গ্রামের মাহবুবের। ট্রলারডুবিতে তিনিও মারা যান। এসময় নরসিংদী বেলাব এলাকার বোরহান, মাসুন ও হোসেন নামের তিন যুবককে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বোরহানের বাবা আবদুল হাই বাদী হয়ে আড়াই হাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, বাছেদ দীর্ঘ দিন ধরে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় মানবপাচার করে আসছিলো। তার মাধ্যমে আড়াই হাজার ও নরসিংদী এলাকার এ পর্যন্ত কয়েক হাজার যুবক জাহাজে মালয়েশিয়া পাড়ি জমায়। এর মধ্যে ২০ জনের বেশি যুবক নিহত হয়।
 
আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।