রাঙামাটি: ‘সংঘাত ও সহিংসতা নয়, চাই শান্তি নিরাপত্তা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, স্বাভাবিক বেঁচে থাকার অধিকার’- এই স্লোগানে পার্বত্য শহর রাঙামাটিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচারভিযান-সুপ্র।
শনিবার(৩১ জানুয়ারি) সকালে রাঙামাটি শহরের জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুপ্র-রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি নারী নেত্রী টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি কনিকা বড়ুয়া, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দেশের চলমান সংঘাত সহিংসতার রাজনীতি পরিহার করে সবাইকে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যা সমাধানের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫