ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সহিংসতা বন্ধের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘সংঘাত নয়, নয় সহিংসতা-চাই শান্তি, নিরাপত্তা গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার’- স্লোগান নিয়ে ময়মনসিংহে মানববন্ধন করেছে সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) ময়মনসিংহ জেলা কমিটি।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, বিশিষ্ট রাজনীতিক এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন, ফয়জুর রহমান ফয়েজ, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, কাজল কোরায়শী, সৈয়দা সেলিমা আজাদ, সজল কোরায়শী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেট্রোল বোমা নিক্ষেপ অমানবিকতা। মানুষ পুড়িয়ে হত্যাসহ সকল অমানবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ-হরতালসহ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কর্মসূচি বাতিল না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘন্টা জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।