গাইবান্ধা: দেশজুড়ে চলমান সহিংসতা বন্ধে গাইবান্ধায় মানবন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শনিবার দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক ছাত্রনেতা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, দুপুরে অবরোধ-হরতালের নামে মানুষ হত্যা বন্ধ ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ১৭ দফা দাবিতে সাদুল্যাপুরে মিছিল ও সমাবশে করেছে ওয়ার্কাস পার্টি।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা জাসদের সভাপতি আধ্যাপক আনছার আলী সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবতী বর্মণ, সাদুল্যাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী খোকন, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেড়ারেশনের সাদুল্যাপুর উপজেলা সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, ওয়ার্কাস পার্টির নেতা সাইফুল মন্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫