ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে পেশাজীবী সংগঠনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
পটুয়াখালীতে পেশাজীবী সংগঠনের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: দেশে চলমান সংঘাত ও সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংঘাত ও সহিংসতা নয়-চাই শান্তি, নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও স্বাভাবিক বেঁচে থাকার অধিকার-এই স্লোগান নিয়ে চেম্বার অব কমার্স, শিক্ষক পরিষদ, মহিলা পরিষদ, উদীচী শিল্পগোষ্ঠি, জেলা কমিউনিস্ট পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ অর্ধশত সংগঠন সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।


শনিবার সকাল ১১টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে বিভিন্ন বক্তারা এসএসসি পরীক্ষা শুরুর আগেই চলমান এ হরতাল-অবরোধের নামে নাশকতা বন্ধের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।