ঢাকা: রাজধানীর মিরপুর ১-এ নাসিম প্লাজা নামে একটি বহুতল মার্কেট ভবনে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।
শাহ আলী থানার ওসি সেলিমুজ্জামান জানিয়েছেন, অন্তত ৮-৯ জনের মৃত্যুর খবর শুনেছি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার ফরহাদ্দুজ্জামান।
ভবনটিতে বেশ কিছু মার্কেট ও পোশাক কারখানা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫/আপডেট ১৭৫৯ ঘণ্টা