ঢাকা: সারাদেশের হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাভিত্তিক তালিকাগুলো প্রকাশ করা হয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে।
ইসি সচিব সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, আইন অনুযায়ী পূর্বঘোষিত পরিকল্পনা মোতাবেক শনিবার (৩১ জানুয়ারি) উপজেলা পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাগুলো ইসিতে এসেছে। তবে এখনো সব উপজেলার তালিকা একীভূত করা হয়নি।
রোববার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মোট ভোটার সংখ্যার তথ্য জানানো হবে।
তিনি বলেন, ৪৭ লাখের মতো নতুন ভোটার হতে পারেন। তবে প্রকৃত তথ্যটি হিসেব করার আগে বলা যাচ্ছে না। কাল সংবাদ সম্মেলন না করা হলেও মোট ভোটারের তথ্য সরবরাহ করা হবে।
গত বছরের ১৫ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করে ইসি। এরপর গত ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি আপত্তি আমলে নেয়। প্রায় ১৫ হাজার দাবি আপত্তির শুনানির পর শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো ইসি।
হালনাগাদের আগে দেশে মোট ভোটার ছিলেন প্রায় ৯ কোটি ২০ লাখ।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুযারি ৩১, ২০১৫