ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার কার্যালয়ে খাদ্য সরবরাহ বন্ধের হুমকি নৌমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদার কার্যালয়ে খাদ্য সরবরাহ বন্ধের হুমকি নৌমন্ত্রীর নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: শুধু বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগই বন্ধ নয়, প্রয়োজনে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে মাদারীপুরে ডা. মোজাম্মেল হক খান ও কাজী আনোয়ার হোসেন নামে দুটি সড়ক উদ্বোধনকালে নৌ পরিবহনমন্ত্রী এ হুমকি দেন।



মন্ত্রী বলেন, বিএনপির যেসব নেতাকর্মী তার জন্য খাবার নিয়ে যাবে, সেই খাবার ঘেরাওকারীরা ভাগ করে খাবে। এমন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, ১০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বিভিন্ন অঙ্গণের শ্রমিকরা খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ বন্ধ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে হতে আমরা রাস্তায় পাহাড়া দেব। আপনারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের তালিকা তৈরি করেন। গণআদালতে ওদের কঠোর বিচার করা হবে।

এ সময় স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেবুল আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।