ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে র‌্যাবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
সুনামগঞ্জে র‌্যাবের সচেতনতামূলক লিফলেট বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: ‘মা কাঁদছে জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে সন্ত্রাস ও নাশকতা বিরোধী জনসচেসতনতা বৃদ্ধির লক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) সুনামগঞ্জ ক্যাম্প-শহরে লিফলেট বিতরণ করেছে।

শনিবার(৩১ জানুয়ারি) সকাল ১১টায় শহরের কাজির পয়েন্ট থেকে এ লিফলেট বিতরণ শুরু করে শহরতলীর ওয়েজখালিতে গিয়ে দুপুর দেড়টায় শেষ হয়।



র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর অব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা প্রশাসেকর কার্যালয়ের প্রধান ফটক, বিজিবি গেট, নতুন বাসস্ট্যান্ড, মল্লিকপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।

র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর অব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, এধরনের লিফলেট জেলা ও প্রতিটি উপজেলাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিতরণ করা হবে।


বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।