ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলার ছাপ বাণিজ্যমেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বইমেলার ছাপ বাণিজ্যমেলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতাল-অবরোধের উদ্বেগের মধ্যেও এতোদিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীদের ভিড় লেগেছিল। তবে, বর্ধিত সময়ের প্রথম দিনে অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ায় খানিক ছাপ পড়েছে বাণিজ্য মেলায়।

সকালে মেলা প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রতিদিনের মত এদিনও আগত দর্শনার্থীরা বিভিন্ন ভোগ্যপণ্য, তৈজসপত্র, ফ্যাশন ও জুয়েলারি স্টলে ভিড় জমিয়েছেন।

ক্রেতা-দর্শনার্থীর পদভার লক্ষ্য করা গেছে দিল্লি এ্যালুমিনিয়াম, আরএফএল, আশিক ফ্যাশন, কেজেড ফ্যাশন ও জুয়েলারি, রাসেল এন্টারপ্রাইজ, ফেইম এন্টারপ্রাইজ, ওয়েলবার্গের মতো স্টলগুলোতে।

অবশ্য, ফার্নিচার, ইলেকট্রনিক্স ও গাড়ির স্টলগুলো বেশ ফাঁকা দেখা গেছে। এর মধ্যে সনি ইলেকট্রনিক্স ও পারটেক্স ফার্নিচারের স্টলে মাঝেমধ্যে দর্শনার্থী দেখা গেছে।

আর মেলায় আগত শিশু-কিশোরদের বিনোদনের জন্য স্থাপিত সুন্দরবন ইকোপার্কে বেশ ভিড় লেগেছিল। শিশু-কিশোররা এ পার্ক পুরো বিকেল হাসি-আনন্দে মাতিয়ে রাখে।

মেলার বিভিন্ন স্টলের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানা গেছে, অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ায় এবং হরতালের কারণে লোক সমাগম গত ৩১ দিনের তুলনায় কিছুটা কম হয়েছে।

তবে, হরতাল শেষ হলে বইমেলার প্রভাব বাণিজ্যমেলায় পড়বে না বলে আশার কথা জানান তারা।

রাজধানীর শাহজাহানপুর থেকে স্বামীকে সঙ্গে নিয়ে মেলায় এসেছেন গৃহিণী ফিরোজা আক্তার। তিনি বাংলানিউজকে জানালেন, এ পর্যন্ত চারবার মেলায় এসেছেন। প্রয়োজনীয় সকল কেনাকাটা আগেই সেরে ফেলেছেন। সময় বাড়ানোর কারণে এসেছেন কিছু তৈজসপত্র কিনতে।

দুই বান্ধবীসহ মেলায় এসেছেন সোনিয়া তিশা নামে একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি জানালেন, মাঝেমধ্যে মেলায় আসেন। আজকে এসেছেন কেজেড স্টলের জুয়েলারি কিনবেন বলে। বললেন, সুযোগ পেলে আবার আসবেন মেলায়।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।