ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা বন্ধে কঠোর হবে সরকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সহিংসতা বন্ধে কঠোর হবে সরকার

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের মানুষের কথা বিবেচনা করে হরতাল-অবরোধের নামে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে যত কঠোর হতে হয়, ততটাই কঠোর হবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
 
রোববার রাতে (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।


 
মতিয়া চৌধুরী বলেন, মানুষ হলে তার কাছে আবেদন করা যায়। অমানুষের কাছে আবেদন করে লাভ নেই। তাই আইনের বিধি-বিধানের ভেতর থেকেই ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এতে যত কঠোর হতে হয় আমরা হবো।
 
তিনি বলেন, খালেদা জিয়া যদি স্বপ্ন দেখেনে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাবেন। তার এ স্বপ্ন দেখা ভুল হবে। আপনি (খালেদা) জামায়াতের হাতের পুতুল হয়ে নাচছেন। সারা বিশ্ব আজ জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশেও জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে। যাদের হাতের পুতুল হয়ে আপনি নাচছেন, তারা কলার ছোবরার মতো আপনাকে ফেলে দিয়ে চলে যাবে।  
 
মতিয়া বলেন, বিশ্ব ইজতেমার সময় তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধি দল খালেদার সঙ্গে দেখা করতে গিয়েছিলো। কিন্তু তিনি দেখা করেননি। তখন তো তিনি বেরিয়ে আসতে পারতেন।
 
খালেদা জিয়ার সমালোচনা করে মতিয়া আরও বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল খালেদা জিয়া ইচ্ছা করলে কবর জিয়ারত করতে যেতে পারবেন, কিন্তু তিনি যাননি। তার ছেলে ফেরারি আসামি হওয়া সত্ত্বেও, তার মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী সমাবেদনা জানাতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী ছোট্ট গেট দিয়ে ঢোকার চেষ্টা করেও দেখা করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসেছেন।
 
খালেদা হেরে গেছেন:

আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়ার অবরোধ-হরতালে জনগণ নেই, আছে কিছু সন্ত্রাসী-বোমাবাজ। খালেদা জিয়া হেরে গেছেন, কিন্তু স্বীকার করছেন না।
 
তিনি বলেন, পাকিস্তানি হানাদাররা যখন বুঝতে পেরেছিল পরাজিত হবে তখন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ঠিক একই কায়দায় পরাজয় নিশ্চিত জেনেই খালেদা জিয়া গোটা দেশের মানুষকে জিম্মি করে পুড়িয়ে হত্যা করছেন। এসএসসি পরীক্ষার মধ্যেও হরতাল দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন, তার কাছে দেশ ও দেশের ভবিষ্যত বড় নয়, ক্ষমতাই বড় কথা। কিন্তু সন্ত্রাস-নাশকতা ও মানুষ হত্যা করে খালেদা জিয়া কোনদিন ক্ষমতায় যেতে পারবেন না। চুনোপুটি নয়, নাশকতা-সহিংসতার হুকুমদাতাদের গ্রেফতার করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত
** নাশকতাকারীদের বিশেষ ট্রাইবুন্যালে বিচারের দাবি
** সোমবার সংসদের চিকিৎসক-এমপিদের মানববন্ধন 
** ‘খালেদা বিষধর সাপ’

** ইসলামি ব্যাংকিং ‘ফ্রড’ বললেন মুহিত

** বিমানবন্দরে ফ্রি ওআইফাই
** হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই
** বৈদেশিক ঋণ ১ কোটি ৮৯ লাখ ৫৪২ কোটি
** তারেক, মামুন ও সাঈদ এস্কান্দরের কাছে পাওনা ২৬২ কোটি
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।