ধামরাই (ঢাকা): রাজধানীর অদূরে ধামরাইয়ের মহিশাষী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হাফিজুর রহমান ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের ছেলে।
ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) আলামিন শেখ এই সংবাদদাতাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবাও জব্দ করা হয়।
আটক হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানান তিনি।
এসআই আলামিন বলেন, আটক হাফিজুরের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫