ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় নাশকতার আশঙ্কায় আটক ৪২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
পাবনায় নাশকতার আশঙ্কায় আটক ৪২

পাবনা: নাশকতার আশঙ্কায় পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।



পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, বিএনপি-জামায়াতসহ ২০ দলের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার তেমন কোনো প্রভাব পড়েনি পাবনায়। জেলার কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নাশকতা রোধে রাস্তায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।

অপরদিকে, শহরে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন-করিমন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে দিনে চলাচল না করলেও রাতে দূরপাল্লার বেশ কিছু বাস পাবনা থেকে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।