ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তালায় বাঘের চামড়াসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
তালায় বাঘের চামড়াসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ক্রেতা সেজে একটি বাঘের চামড়াসহ দ্বীন মো. গাইন নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-ছয়ের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক দ্বীন মো. গাইন জেলার শ্যামনগর উপজেলার খলিষাবুনিয়া গ্রামের গোলাম মো. গাইনের ছেলে।

র‌্যাব-ছয় সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে কদমতলা এলাকায় অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ গাইনকে আটক করা হয়।

এদিকে, জিজ্ঞাসাবাদে গাইন জানিয়েছেন, তিনি দুই মাস আগে সুন্দববন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শেমারি এলাকার ইউনুস আলীর কাছে থেকে ৫০ হাজার টাকা দিয়ে চামড়াটি কেনেন। এতোদিন সেটি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ইকবালের বাড়িতে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার দেড় লাখ টাকায় বিক্রির জন্য চামড়াটি নিয়ে কদমতলা বাজারে গেলে ক্রেতা বেশধারী র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।