ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় অসীম নামের এক ইজিবাইক চালক মারা গেছেন। এ ঘটনায় ইজিবাইকের আরো দুই যাত্রী আহত হয়েছেন।



শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় মহানগরীর খানজাহান আলী রোড শান্তিধাম মোড়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

অসীম নগরীর ডালমিল মোড় এলাকার ইসমাইলের ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাকের হেলপার বেপরোয়াভাবে ফেরিঘাট মোড়ের দিকে যাওয়ার সময় শান্তিধামে যাত্রীবাহী দুটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে অসীম নামের এক যাত্রী মারা যান এবং আরো দুই যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ব্যক্তিরা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ওই ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।