ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোয়াইনঘাটে পেলুডার শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
গোয়াইনঘাটে পেলুডার শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট এলাকায় পেলুডার (পাথর ভাঙার মেশিন) থেকে পড়ে জালাল মিয়া (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।



জালাল কুমিল্লা জেলার সদরের চাবিতলী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি বিছনাকান্দি কোয়ারির পাশে একটি কলোনিতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেলুডার চালক জালাল মিয়া পেলুডার নিয়ে কোয়ারি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেলুডার থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।