ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরতালেও সিলেটে এসএসসি পরীক্ষা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
হরতালেও সিলেটে এসএসসি পরীক্ষা চলছে ছবি: (ফাইল ফটো)

সিলেট: লাগাতার অবরোধের পাশাপাশি সিলেট বিভাগের চার জেলায় শুক্রবার সকাল থেকে ডাকা ছাত্রদলের ৩৬ ঘণ্টার হরতালের মধ্যে সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে সিলেটেও শুরু হয়েছে এসএসসি সহ সমমানের পরীক্ষা।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে এ পরীক্ষা শুরু হয়।

চলবে দুপুর ১২ পর্যন্ত।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের চার জেলার ১১৯টি কেন্দ্রে এ পরীক্ষা চলছে। ৮শ’১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এরপরও কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য কেন্দ্র সবিচদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে এবার ৭২ হাজার ২শ’ ১০জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১৫ হাজার ২শ’ ০৩, মানবিকে ৪৮ হাজার ৯শ’ ৭১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ৩ জন।
 
মোট পরীক্ষার্থীর মধ্যে সিলেট নগরীসহ জেলায় ২৭ হাজার ১শ’ ১৭ জন, মৌলভীবাজার জেলায় ১৬ হাজার ৫শ’ ৩৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৪ হাজার ৯শ’ ৬৪ জন ও হবিগঞ্জ জেলার মোট ১৩ হাজার ৫শ’ ৯৪ জন।

এদিকে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার ফলে পরীক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে শুক্রবার সকাল থেকে সিলেট বিভাগে চলছে ছাত্রদলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল।

সকাল থেকে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটারদের দেখা যায়নি।

তবে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় নিতে পারে সে জন্যে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে যেতে শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা চাইলে তাদের পুলিশি নিরাপত্তায় কেন্দ্রে পৌছে দেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সময়ে পুলিশ স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল টিমসহ সার্বিক নিরাপত্তা দিচ্ছে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত ফোর্সের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মাঠে রয়েছে বিজিবি ও ৠাব সদস্যরা।

এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা নিশ্চিন্তে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সেখানে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করেছেন।

মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার জানিয়েছেন, তারা রাজা জিসি স্কুলের সামনে অবস্থান করছেন। পরীক্ষাকেন্দ্রের সামনে আসা অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের হরতালের কারণে দুই দফা পিছিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি, নেতাকর্মীদের নির্বিচারে গুম, খুন নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডাকে ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১১২৯  ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।