ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস  অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি।

শুক্রবার সকাল (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কমিটির সদস্যরা ফুলদিয়ে শ্রদ্ধা জানান।



এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (এএন্ডও) মোখলেছুর রহমান,  সহ- সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামমান মিয়া ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঘুড়ে দেখেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।