ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রোববার থেকে রাজশাহীর ৮ জেলায় শিবিরের ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
রোববার থেকে রাজশাহীর ৮ জেলায় শিবিরের ৪৮ ঘণ্টার হরতাল প্রতীকী

রাজশাহী: আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান এ কর্মসূচির কথা জানিয়েছেন।

  

এতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তথ্য সম্পাদক শাহাবুদ্দিন ওরফে মুহিরকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দ।

এছাড়া শনিবার (০৭ ফেব্রুয়ারি) হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে মতিহারের শমসাদিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহাবুদ্দীন ওরফে মুহির নিহত হন।

শিবিরনেতা শাহাবুদ্দীন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।