ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
গাজীপুরে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর: টানা অবরোধে কঠোর নিরাপত্তার মধ্যে গাজীপুরে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে।

সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।

রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ছাত্রলীগের কর্মীদেরও পাহারা দিতে দেখা গেছে।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার গাজীপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩১ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী। মোট ৪৯টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২৫ হাজার ২২৮জন পরীক্ষার্থী।

গাজীপুরের পুলিশ ‍মোঃ হারুনর রশিদ বাংলানিউজকে জানান, জেলায় ৩৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরীক্ষা অনুষ্ঠানে মোতায়েন করা হয়। এছাড়া পাঁচ প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্যও ছিল।

পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যেন যাতায়াত করতে পারে সেজন্য জেলা ও পুলিশ প্রশাসনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা ছিল।

বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।