ফেনী: ফেনীতে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় বাচ্চু হওলাদার (২৮) নামে কাভার্ডভ্যানের হেলপার দগ্ধ হয়েছেন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করেত পারেনি।
বাচ্চু ঝালকাঠি জেলার রাজাপুর থানার পটিয়াখালী গ্রামের ছহমদ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে শিপমেন্টের মালামাল নিয়ে বাচ্চু একটি কার্ভাডভ্যানে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ১০টার দিকে কার্ভাডভ্যানটি মহাসড়কের রামপুর এলাকায় পৌঁছালে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে কার্ভাডভ্যানে আগুন ধরে গেলে বাচ্চু হাওলাদারের মুখ ও হাত ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবু মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতাকারীদের ধরার জন্য অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫