মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রাম থেকে হাসান আলী (৩৪) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বিএনপির কর্মী হাসান আলী উপজেলার যাদবপুর গ্রামের আলীমদ্দীনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি কর্মী হাসান আলীকে আটক করা হয়েছে।
কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুরে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫