ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বোমা তৈরির সরঞ্জামসহ স্কুলছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ফেনীতে বোমা তৈরির সরঞ্জামসহ স্কুলছাত্র আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পটকাসহ আবদুল্লাহ আল মিয়াজি ইয়েন নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের রামপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।



পুলিশ তার ঘর তল্লাশি করে ৩৫টি পটকা (চকলেট বাজি), ৩০ বক্স আতশবাজি, ১৪ বক্স ঝরকা বাজি, ১৭টি লাটিম, তিনটি ফান্টার খালি বোতল, ২টি জর্দার কৌটাসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ইয়েন রামপুর শাহীন একাডেমী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বোমা তৈরির জন্য এগুলো মজুদ করা হয়েছে বলে জানিয়েছে।

ফেনী শহর পুলিশ ফাঁডির ইনচার্জ মোবারক এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।