ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে চার লক্ষাধিক টাকার মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কোম্পানীগঞ্জে চার লক্ষাধিক টাকার মদ উদ্ধার

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে চার লক্ষাধিক টাকার মদ উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তের ভরমসিদ্ধিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকের চালানটি উদ্ধার করা হয়।



বিজিবি সূত্র জানায়, অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি ঝোপের পাশে রাখা ভারতীয় মদ অফিসার চয়েজ ২৭৪, সুপার স্ট্রং উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বিজিবি কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার হুমায়ন কবির বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত মদের অানুমানিক মূল্য ৪ লাখ ১৬ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।