জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্তি গ্রামে এক নবজাতকের (একদিনের ছেলে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই গ্রামের একটি ঝোপের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে দাদরা জন্তি গ্রামের একটি ঝোপের মধ্যে একটি নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫