ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে ২শ’ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে ২শ’ কেজি জাটকা জব্দ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে যাত্রীবোঝাই একটি লঞ্চে অভিযান চালিয়ে ২শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও স্থানীয় মৎস্য বিভাগ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।



সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. শফিকুল আলম বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা মৎস্য বিভাগ ও নারায়ণগঞ্জের পাগলার কোস্টগার্ডের পিটি অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালানো হয়।

এ সময় লঞ্চে থাকা সাতটি ঝুড়িতে তল্লাশি চালিয়ে ২শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।