লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের ভূলুয়া খালের উপরের নির্মিত বেইলি ব্রিজের (স্ট্রীলের ব্রিজ) দু’টি প্লেট খুলে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রামগতি চর পোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।
রামগতি থানার উপ পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাতে ব্রিজের দু’টি প্লেট খুলে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্লেট দু’টি আবার স্থাপন করে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে ওই বেইলি ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয়ভাবে ব্রিজটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫