মেহেরপুর: মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৃথক এ অভিযানে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের লাল মহাম্মদের ছেলে আলামিন (৩০) ও গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের সলেমান আলীর ছেলে আজমাইন হোসেন (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সকালে ডিবি পুলিশের একটি দল আমঝুপি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আলামিন হোসেনকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমানের নেতৃত্বে অপর একটি দল গাংনী উপজেলার আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে আজমাইন হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে।
গোয়েন্দা পুলিশের ওসি আরো জানান, উভয়কে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী ও সদর থানায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫