ময়মনসিংহ: ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (06 জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ৬৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৯৮০ জন। এছাড়া দাখিলে ২২টি কেন্দ্রে ১১ হাজার ৭৬৮ জন এবং ভোকেশনালে ১৬টি কেন্দ্রে ৩ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী শহরের জিলা স্কুল, বিদ্যাময়ী স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
মুঠোফোনে বাংলানিউজকে তিনি বলেন, ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫