বরগুনা: মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সন্তানের বিচারের দাবিতে এক মায়ের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার(৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বরগুনা পৌর শহরের পোটকাখালী গ্রামের প্রয়াত অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদের স্ত্রী মোসা. মনোয়ারা বেগম।
এসময় মনোয়ারা বেগম অভিযোগ করেন- তার দুই ছেলে মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসমাল ও অ্যাডভোকেট দারুল ইসলাম খোকন তাকে একাধিক বার শারীরিক নির্যাতন সহ মিথ্যা মামলার আসামি করেছে।
সম্পত্তি ভোগদখলের জন্য নিজের স্বামীর বসতবাড়িতে উঠতে বাধা দেওয়া হচ্ছে এবং স্বামীর আত্মীয়স্বজন যারা তার(মনোয়ার বেগমের) সহযোগিতায় এগিয়ে এসেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় এলাকাবাসী বলেন- মনোয়ারা বেগমের দুই ছেলে স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত কিন্তু পৈত্রিক সম্পত্তি ভোগের জন্য তাদের মায়ের ওপর অমানুষিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এতে আমরা কেউ কিছু বলতে গেলে আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫