নেত্রকোনা: ‘মানুষ বাচাঁও, দেশ বাচাঁও’ স্লোগান নিয়ে কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে নেত্রকোনায় গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ছোটবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়।
গণঅবস্থান ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোস্তফা কামাল, যুব ইউনিয়নের সভাপতি আবুল কাইয়ুম আহমদ, ছাত্র ইউনিয়নের সভাপতি সংগীতা সরকার, সম্পাদক নীহার সরকার অংকুর, সাধারণ শিক্ষার্থী মাহিন রহমান সাকিব প্রমুখ।
মানববন্ধনে কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫