ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চন্দ্রগঞ্জে দুই ট্রাক জাটকা জব্দ, ১৩ জনের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
চন্দ্রগঞ্জে দুই ট্রাক জাটকা জব্দ, ১৩ জনের দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক থেকে দুই ট্রাক জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৩ জনের জেল-জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান এ আদেশ দেন।
 
এর আগে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে দুই ট্রাক জাটকাসহ তাদের আটক করে পুলিশ।
 
আটকদের মধ্যে, নয় জন জাটকা ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড এবং দুই ট্রাকের চালক ও তাদের সহাযোগীদের পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
এক বছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- ভোলা জেলার বাসিন্দা জাটকা ব্যবসায়ী সজিব মিয়া, জুয়েল, কামাল হোসেন, ইউনুছ, নূর নবী, ডালিম, নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলার আলমগীর হোসেন ও দুলাল হোসেন।
 
অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন- রাজবাড়ি জেলার বাসিন্দা ট্রাক চালক মঞ্জু, হেলপার বিল্লাল হোসেন, দিনাজপুরের ট্রাক চালক জুয়েল ও হেলপার রফিক।
 
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রতন মিয়া বাংলানিউজকে জানান, রামগতি ও কমলনগরের মেঘনা নদী থেকে ধরা জাটকাগুলো ব্যবসায়ীরা ঢাকা নিয়ে যাচ্ছিলেন। রাতে জাটকা ভর্তি ট্রাক দু’টি চন্দ্রগঞ্জ এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ট্রাক বোঝাই জাটকাসহ ১৩ জনকে আটক করা হয়।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ হওয়া দুই ট্রাক জাটকা চন্দ্রগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও দরিদ্র অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।