ফেনী: ফেনীতে টানা অবরোধ-হরতালে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পেট্রোল বোমা হামলাকারীদের প্রতি ধিক্কার জানিয়ে মানববন্ধনে সহিংসতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান সাংস্কৃতিক কর্মীরা।
সেখানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুব আলমসহ ২০টি সাংস্কৃতিক সংগঠনের তিনশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৬ জানুয়ারি থেকে ২০ দলীয় জোট টানা অবরোধ চলাকালে ফেনীতে পেট্রোল বোমায় ৮ জন দগ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫