ঢাকা: শাহবাগ থেকে সদরঘাটের বাহাদুরশাহ পার্কের উদ্দেশ্যে ‘মুক্তির অভিযাত্রা’ শুরু করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫৫ মিনিটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ অভিযাত্রা শুরু হয়।
অভিযাত্রাটি মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব ও গুলিস্তান হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে সমাবেশে রূপ নেবে। এরই মধ্যে অভিযাত্রায় যোগ দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
মুক্তির অভিযাত্রায় শরিক হতে ইমরান এইচ সরকার সবাইকে আহ্বান জানিয়েছেন।
এর আগে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে শাহবাগে অবস্থান কর্মসূচি বেলা ১২ থেকে ২ ঘণ্টার জন্য বিরতি ঘোষণা করা হয়।
বাংলাদেশ: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫