রামু (কক্সবাজার): স্বাধীনতার ৪৩ বছর পর কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল গর্জনিয়া ইউনিয়নের ৩০ হাজার মানুষ বিদ্যুৎ পাচ্ছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গর্জনিয়া ইউনিয়নে বিদ্যুতায়ন কাজের উদ্বোধন করেন, রামু-কক্সবাজার (সদর-৩) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, মোতাহারুল হক সিকদার, আবুল হোসেন কোম্পানী ও শামসুল আলম প্রমুখ।
স্থানীয় বাসিন্দা মুহিবুল্লাহ জিল্লু বাংলানিউজকে জানান, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন ছিল সবচেয়ে অবহেলিত। ইউনিয়নে বিদ্যুতায়নের মাধ্যমে আজ ৩০ হাজার মানুষের প্রাণের দাবি পুরণ হতে চলেছে। এ জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গর্জনিয়ার মানুষ জন্মলগ্ন থেকেই বিদ্যুতায়নের দাবি জানিয়ে আসছিল। ইতোপূর্বে অনেকে আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু কেউ কথা রাখেননি। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় অন্ধকার থেকে আলোর পথ দেখতে যাচ্ছে গর্জনিয়াবাসী।
এদিকে, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ প্রকল্পের মাধ্যমে জেলার একমাত্র বিদ্যুৎবিহীন ইউনিয়ন গর্জনিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫