জামালপুর: এসএসসি পরীক্ষার প্রথমদিনে জামালপুরে ১১৫ পরীক্ষার্থী অনুপস্থিত ও ৯ জন বহিষ্কৃত হয়েছে।
জামালপুর জেলা শিক্ষা অফিস সুত্র জানায়, এ বছর জামালপুরে মোট পরীক্ষার্থীর ২৬ হাজার ৩৯২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৬ হাজার ২৭৭ জন।
এর মধ্যে এসএসসি’তে ২৭টি কেন্দ্রে ১৮ হাজার ১৮১ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২৭ জন, ভোকেশনাল (কারিগরি) শাখায় ২০টি কেন্দ্রে ৩ হাজার ৮৫২ জনের মধ্যে অনুপস্থিত ছিল ২৪ জন এবং দাখিলে ৪ হাজার ৩৫৯ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৬৪ জন।
নকল করার অভিযোগে জেলায় এসএসসিতে ৩ জন এবং ভোকেশনালে ৬ জন বহিষ্কৃত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫