নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের চাষাঢ়া শহীদ মিনার এলাকা থেকে সুমন মোল্লা (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক সুমন মোল্লা দেওভোগ মাদ্রাসা এলাকার সুরুজ মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সুমন মোল্লা নামে এক মাদক বিক্রেতা চাষাঢ়া এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন। তিনি চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সুমনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫