বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে বাংলাদেশ ব্যাংকের টাকাবাহী মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে জেলা পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (০৬ ফ্রেবুয়ারি) দুপুরে নগরীর কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার একেএম এহনাস উল্লাহ্ বাংলানিউজকে জানান, বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখা থেকে মিনিবাসে করে শরিয়তপুরে টাকা পাঠানো হচ্ছিল। পথিমধ্যে কাশিপুরে বিভাগীয় কমিশনার অফিসের কার্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মিনিবাটির সংঘর্ষ হয়। এ সময় মিনিবাসে থাকা পুলিশের ৬ সদস্য আহত হন।
তাদের মধ্যে ৪জনকে শেরে-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলেও জানান পুলিশ সুপার।
এদিকে ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫