ঢাকা: ফেনীর লালপুলের মাইচবাড়িয়া এলাকায় হরতাল-অবরোধকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় দগ্ধ কার্ভাডভ্যান হেলপার মো. বাচ্চু মিয়া হওলাদারকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মুখ ও দুই হাতসহ শরীরের ছয় শতাংশ ঝলসে গেছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে তিনি দগ্ধ হন। প্রথমে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টায় তাকে ঢামেকের বার্ন ইউনিটে নেওয়া হয়।
বাচ্চু মিয়া ঝালকাঠি জেলার রাজাপুর থানার পুটিয়াখালী গ্রামের মৃত ছমোদ হাওলাদারের ছেলে। তার বর্তমান ঠিকানা চট্টগ্রাম বন্দরটিলা এলাকায়। হাসপাতালে তার সঙ্গে তার বোন বিউটি বেগম রয়েছেন।
দগ্ধ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাজধানীর মিরপুর থেকে কাভার্ডভ্যানে গার্মেন্টসের শিপটিং মাল বোঝাই করে চালকসহ সে চট্টগ্রামে যাচ্ছিল। ভোর আনুমানিক সাড়ে ৪টায় ফেনীর লালপুল মাইচবাড়িয়া পৌঁছালে হরতাল ও অবরোধকারীরা কাভার্ডভ্যানটির সামনের দিকে পেট্রোল বোমা মারে। এতে তিনি দগ্ধ হন। প্রথমে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়।
ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানের সামনের দিকের জানালা থেকে পেট্রোলবোমা মারা হয়। এতে হেলপার দগ্ধ হয়েছেন। তবে ভ্যানের চালক অক্ষত আছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫
** ফেনীতে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা, হেলপার দগ্ধ