ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ১৪৪ ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীর জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ধুনটে ১৪৪ ভঙ্গের অভিযোগে শিক্ষার্থীর জরিমানা ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে আজাদুল ইসলাম টনি (২০) নামে বহিরাগত এক শিক্ষার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত আজাদুল ইসলাম টনি ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়গাছা ফাজিল মাদ্রাসার আলিম শাখার শিক্ষার্থী।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে ধুনট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা চলতে থাকে। শিক্ষার্থী আজাদুল ইসলাম টনি উক্ত কেন্দ্রে চলমান ১৪৪ ধারা আইন ভঙ করে অবৈধ ভাবে কেন্দ্রের প্রধান ফটকে ঘোরাফেরা করে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান চালিয়ে টনিকে আটকের পর তার বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।