ঢাকা: গণজাগরণ মঞ্চের টানা অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বাহদুর শাহ পার্ক পর্যন্ত গণজাগরণ মঞ্চের গণপদযাত্রা শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
ইমরার এইচ সরকার বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে আবার আমরা শাহবাগে অবস্থান নেব।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, নিরীহ মানুষদের আগুনে পুড়িয়ে মেরে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করা হয়েছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতেই বোঝা যায় সরকারের গাফিলতি রয়েছে।
জামায়াত চিহ্নিত যুদ্ধাপরাধী জঙ্গি সংগঠন হওয়া সত্ত্বেও সরকার তাদের নিষিদ্ধ করছে না। অথচ জামায়াত-শিবির হরতাল-অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর দায় সরকারও এড়াতে পারবে না, বলেন তিনি।
ইমরান এইচ সরকার বলেন, গণতন্ত্রের নামে যারা সন্ত্রাস করে তারা গণতন্ত্রের অর্থ বোঝে না। তাই তারা গণতান্ত্রিক শক্তি নয়। তারা সন্ত্রাসী শক্তি। গণতন্ত্রের নামে এদেশে সন্ত্রাস চলবে না।
সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিরাপত্তার নামে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত হবে। সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সাম্যবাদী দলের নেতৃবৃন্দ ও উদীচির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫
** মুক্তির অভিযাত্রা শুরু গণজাগরণ মঞ্চের