ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোকোর স্মরণে সভা ও দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
কোকোর স্মরণে সভা ও দোয়া মাহফিল আরাফাত রহমান কোকো

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠকের আহ্বায়ক ও সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী।
 
স্মরণ সভায় বক্তারা বলেন, রাজনীতির বাইরে থেকে আরাফাত রহমান কোকো বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি একজন ভালো ক্রীড়া সংগঠক হিসেবেও সবার কাছে পরিচিত।
 
সভায় অভিযোগ করে বলা হয়, কোকো অনেক ক্ষেত্রেই রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলাও দায়ের করা হয়েছে।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের নেতা এম এ আজিজ, প্রফেসর ইউসুফ হায়দার চৌধুরী, খলিলুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।