ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে পুলিশ কনস্টেবল শামীমের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পলাশবাড়ীতে পুলিশ কনস্টেবল শামীমের দাফন সম্পন্ন পুলিশ কনস্টেবল শামীম

গাইবান্ধা: দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় নিহত পুলিশ কনস্টেবল (নং ৩৬৬৬)  শামীম মিয়ার (২৮) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা কুমিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে দুপুর আড়াইটায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।



জানাজায় গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার ভোরে শামীমের লাশ জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামে এসে পৌঁছে।

এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। চোখের পানি ঠেকিয়ে রাখতে পারেননি তাকে দেখতে আসা কেউই।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম দফনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

১৭ জানুয়ারি দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে বাসে করে রাজারবাগ পুলিশ লাইনে ফেরার পথে দুর্বৃত্তরা ওই বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে শামীম আগুনে দগ্ধসহ মাথায় প্রচণ্ড আঘাত পান।

রাজধানীর স্কয়ার হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান শামীম।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।