বরিশাল: বরিশালের উজিরপুরে ৫০ মণ জাটকা বোঝাই কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি টোলঘর সংলগ্ন সড়ক থেকে কাভার্ডভ্যানসহ এ ঝাটকাগুলো উদ্ধার করা হয়।
এসময় গাড়ির চালক স্বপন মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, বরিশাল থেকে কাভার্ড ভ্যানে করে ঝাটকাগুলো পাবনায় নিয়ে যাওয়া হচ্ছিল। বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি টোলঘর সংলগ্ন সড়কে দায়িত্বরত সার্জেন্টের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে জাটকা দেখতে পায়।
এ সময় গাড়ি চালককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেন।
উদ্ধার করা মাছ বরিশালের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫