নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ফাতেমা (২২) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে বাড়ির পাশের একটি গাছে ফাতেমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ফাতেমার বাবার নাম সোবহান মিয়া। তার বাসা বন্দর উপজেলার কামতাল এলাকায়। লাশ উদ্ধারের পর জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার বিকেলে ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে ফাতেমা তার ছোট ভাই আলীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। বাড়ির লোকজন মনে করেছিল সে তার বান্ধবীদের বাসায় গিয়ে থাকবে। কিন্তু সকালে বাড়ির পাশের একটি গাছে গলায় উড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ঝুলন্ত লাশ নামিয়ে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু স্থানীয়দের সহযোগীতায় জেলা ম্যাজিস্টেটের অনুমতিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫