ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ে বিদেশিদের ভ্রমণে অনুমতির বিষয়ে জেএসএসস’র নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
পাহাড়ে বিদেশিদের ভ্রমণে অনুমতির বিষয়ে জেএসএসস’র নিন্দা

রাঙামাটি: পাহাড়ে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার সরকারি সিদ্ধান্তে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।



এতে উল্লেখ করা হয়, সরকারের এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক, জাতিবিদ্বেষী এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থি। বাংলাদেশের অন্য কোনও অঞ্চলে বিদেশি নাগরিকদের ভ্রমণে অনুমতি নিতে হয় না, সেখানে পার্বত্য চট্টগ্রামের বেলায় অনুমতি নেওয়ার বিধান জারি করা বৈষম্যমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিবেচনা করা যেতে পারে।

এছাড়া কোনও দেশি-বিদেশি ব্যক্তি বা সংস্থা কর্তৃক পাহাড়িদের সঙ্গে সাক্ষাৎ করার সময় স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী বা বিজিবি’র উপস্থিতি নিশ্চিত করার বিষয় সম্পূর্ণ বর্ণবাদী ও সাম্প্রদায়িক নীতিরই বহি:প্রকাশ বৈ কিছু নয়।

এর মধ্য দিয়েই সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তসহ ৭ জানুয়ারি অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে এবং অনতিবিলম্বে ওই বর্ণবাদী, বৈষম্যমূলক ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থি সিদ্ধান্তাগুলো প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।