ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরে ফেনসিডিলসহ রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার রামসাগর খোশনুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 
 
আটক রানা খোশনুর মোড় নতুনপাড়া এলাকার রমজানের ছেলে।
 
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি বদরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামসাগর খোশনুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে পাচঁশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
রানা আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানান এএসপি।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।